Tag Question: বাস্তব জীবনে কথা বলার সময় আমরা অনেক সময় sentence এর শেষে শ্রোতার মন্তব্য, স্বীকৃতি বা সমর্থন চাই। এই জন্য আমরা কোনো বাক্য বলার পরে সেই বাক্যের শেষেই কিছু জিজ্ঞাসা করি। অর্থাৎ কোনো কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক কিছু অংশ জুড়ে দেই, জুড়ে দেওয়া এরূপ প্রশ্নকে Tag question বলা হয়।
Tag Question-এর নিয়ম | |
1. মূল Sentence-টি অপরিবর্তিত অবস্থায় বসে। | 2. মূল Sentence-এর শেষে Comma (,) বসে। |
3. Tag Question-এর Subject সর্বদা মূল Sentence- এর Subject-এর Pronoun হয়। | 4. Tag Question গঠনে Auxiliary Verb ব্যবহৃত হয়। |
5. Auxiliary Verb-এর Contracted বা সংক্ষিপ্ত রূপ হয় | 6. Sentence-এ Auxiliary Verb না থাকলে do. does, did হয়। |
7. Affirmative Sentence-এর Negative Tag হয়। | 8. Negative Sentence-এর Affirmative Tag হয়। |
'He is your best friend, isn't he?" is a/an
a) interrogative sentence
b) negative sentence
e) exclamatory sentence
d) tag question
Ans: d