Suffix & Prefix

Suffix & Prefix: যখন নতুন কোনো word গঠনের জন্য যে letter বা group of letters কে কোনো একটি শব্দের শুরুতে যুক্ত করা হলে তাকে Prefix (উপসর্গ) বলে এবং শব্দের শেষে যুক্ত করা হলে তাকে Suffix (বিভক্তি ও প্রত্যয়) বলে। 
Prefix (উপসর্গ) এবং Suffix (প্রত্যয় ও বিভক্তি, অধিযোজন) কে একত্রে Affix (প্রত্যয় বা উপসর্গ, আযুক্তি) বলে।

Reference: Master English