মৌলিক সংখ্যা

(Prime number) মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকেই মৌলিক সংখ্যা বলে। যেমন: ৫, ১১, ৯৭ ইত্যাদি।

Key points:

  • ঋনাত্বক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না এবং মৌলিক সংখ্যা ২ থেকে শুরু হয়।
  • জোড় মৌলিক সংখ্যা ১টি তা হল = ২।
  • যে সকল সংখ্যার একক স্থানে ১,৩,৭,৯ বিদ্যমান তাহা মৌলিক সংখ্যা হতে পারে।
Reference: Khairul's BASIC MATH