১৭. ১৫ জন লোককে একটি কাজ করতে সময় লাগে ৩ ঘন্টা। ৫ জন লোক ঐ কাজ কত ঘন্টায় করতে পারবে? (খাদ্য অধি:-০০) ক. ১৫ খ. ৯ গ. ১০ ঘ. ২৫ উত্তর: খ সমাধান: ১৫ জনকে করতে লাগে ৩ ঘন্টা। (ঘন্টা বের করতে বলা হয়েছে তাই ঘন্টা শেষে) ∴ ১ জনকে করত লাগে = ৩×১৫ ঘন্টা (১৫ জনের কাজ ১ জনই করলে সময় বেশি লাগবে তাই গুণ হয়েছে) ∴৩x১৫৫ =১৫৫ = ৯ ঘন্টা (১ জনের কাজ ৫ জনে করলে সময় কম লাগবে তাই ভাগ) যে লাইনের কাজ করবেন তার উপরের লাইনের সাথে তুলনা করে গুণ করবেন নাকি ভাগ করবেন সে সিদ্ধান্ত নিবেন) লোক কমলে বেশি দিন লাগে আবার দিন কমলেও বেশি লোক লাগে অর্থাৎ সবসময় ই প্রথমে গুণ করতে হয় তাই এই জাতীয় প্রশ্নগুলোতে প্রথমে গুণ করে পরে ভাগ করলেই দ্রুত উত্তর বের হবে। মাঝের বাংলা কথাগুলো শুধু বোঝার জন্য। Shortcut: প্রথম লোক বা শ্রমিক × দিন পরিবর্তিত শ্রমিক = সময়। উপরের প্রশ্নটি সরাসরি = ৩x১৫৫ = ৯ ঘন্টা