রাষ্ট্রবিজ্ঞান (Political science)
রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের শাখাবিশেষ; যেখানে রাষ্ট্র, সমাজ ও রাজনীতি সম্পর্কিত বিষয়াবলী আলোচনা করা হয়।
এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র সম্পর্কীয় বিজ্ঞান হিসেবে উল্লেখ করেছেন। এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়।
নিকোলো মেকিয়াভেলী ছিলেন রেঁনেসাস যুগের দার্শনিক, ঐতিহাসিক, কূটনৈতিক এবং রাজনীতিবিদ। তাঁকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তাঁর বিখ্যাত গ্রন্থ 'The Prince'। তিনি ধর্মনিরপেক্ষ (Secular) রাষ্ট্রব্যবস্থার প্রবর্তক। সাধারণত এই ব্যবস্থায় সকল ধর্মের মর্যাদা সমুন্নত রাখা হয়।