স্যাটেলাইট স্টেস

স্যাটেলাইট স্টেট (Satellite state)

যেসব রাষ্ট্র কাগজে কলমে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃত হলেও বাস্তবে কোনো শক্তিশালী দেশের প্রভাব বলয়ে থাকার কারণে স্বকীয়তা হারিয়ে ফেলে। যেমন: নেপালকে ভারতের স্যাটেলাইট রাষ্ট্র বলা হতো কিন্তু ২০১৫ সালে সংবিধান পাশের মাধ্যমে নেপাল ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে যায়। 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক