নাগরিকত্ব

নাগরিকত্ব

নাগরিকত্ব দু'ভাবে লাভ করা যায়।

১) জন্মসূত্রে: নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে দুইটি নীতি অনুসরণ করা হয়। যথা-

(ক) জন্মনীতি: পিতা মাতার নাগরিকত্বের ভিত্তিতে সন্তান নাগরিকতা লাভ করে জন্মনীতি অনুসারে। বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ জন্মনীতি অনুসরণ করে।

(খ) জন্মস্থান নীতি: পিতা মাতা যে দেশেরই নাগরিক - হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ঐ রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে। আমেরিকা, কানাডাসহ বিশ্বের অল্প কয়েকটি দেশ জন্মস্থান নীতির মাধ্যমে নাগরিকতা নির্ধারণ করে।

২) অনুমোদনসূত্রে।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক