কূটনৈতিক পরিভাষা

কূটনৈতিক পরিভাষা

Persona non grata কূটনীতিক পরিভাষার একটি শব্দ। কোনো দেশ তার দেশে অন্য কোনো দেশের কোনো কূটনীতিককে যে কোনো সময় কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই অবাঞ্ছিত ঘোষণা করতে পারে। ঐ কূটনীতিককে তখন Persona non grata বলে।

অ্যাম্বাসেডর ও হাইকমিশনার: জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের অ্যাম্বাসেডর (Ambassador) বলে। কমনওয়েলথভুক্ত দেশসমূহে অন্য কমনওয়েলথ ভুক্ত দেশের সর্বোচ্চ কূটনীতিককে হাইকমিশনার (High Commissioner) বলে।

নেকড়েযোদ্ধা কূটনীতি (Wolf warrior diplomacy) হলো একবিংশ শতাব্দীতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রশাসনের অধীনে চীনা কূটনীতিকদের দ্বারা গৃহীত জবরদস্তিমূলক কূটনীতির একটি আক্রমণত্মক শৈলী। চীনা জাতীয়তাবাদ অনুভূতি শক্তিশালী করতে ও নিজেদের মর্যাদা বাড়ানোর কৌশলের অংশ হিসেবে জিনপিং এ কৌশল নিয়েছেন। পশ্চিমাদের প্রতিকূলতা মোকাবিলায় চীনা কূটনীতিকদের এ কৌশল রুক্ষ ও আগ্রাসী। Wolf warrior শব্দটি চীনা অ্যাকশন চলচ্চিত্র থেকে নেয়া হয়েছে।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক