ভোটাধিকার ও নির্বাচন

ভোটাধিকার ও নির্বাচন

ভোটাধিকার সম্পর্কিত উক্তি

লর্ড ব্রাইস                      ভোটাধিকারের মাধ্যমে মানুষ ব্যক্তিত্ব মর্যাদাসম্পন্ন হয়।

আব্রাহাম লিংকন           The ballot is stronger than bullet (বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী)।

ই-ভোটিং (E-voting) এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক ভোটিং। অর্থাৎ ভোটদান ও গণনায় ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহার। ১৯৬০ এর দশকে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম ই-ভোটিং সিস্টেম প্রবর্তিত হয়। ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন-

(ক) কাগজ নির্ভর ই-ভোটিং: ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ এবং ইলেকট্রনিক মাধ্যম (যেমন- ইলেকট্রনিক ট্যাবুলেশন) ব্যবহার করে ভোট গণনা করা হয়। পাঞ্চকার্ড, ডিজিটাল পেন ভোটদান এই পদ্ধতির অন্তর্গত।

(খ) সরাসরি ধারণকৃত ই-ভোটিং: Electronic Voting Machine (EVM) ব্যবহৃত হয়।

(গ) পাবলিক নেটওয়ার্কভিত্তিক সরাসরি ধারণকৃত ই-ভোটিং: ইন্টারনেট বা পাবলিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ভোটদান করা হয়।

ঘটনাপঞ্জি

• বিশ্বের ইতিহাসে নারীরা প্রথম ভোটাধিকার পায় ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে।

• বিভিন্ন দেশে নারীদের ভোটাধিকার প্রাপ্তির সময়কাল: অস্ট্রেলিয়া (১৯০২ খ্রি.), নরওয়ে (১৯১৩ খ্রি.), যুক্তরাজ্য (১৯১৮ খ্রি.), জার্মানি (১৯১৮ খ্রি.), রাশিয়া (১৯১৭ খ্রি.), যুক্তরাষ্ট্র (১৯২০ খ্রি.), লেবানন (১৯৫২ খ্রি.) বাহরাইন (২০০২ খ্রি.), কুয়েত (২০০৫ খ্রি.), সংযুক্ত আরব আমিরাত (২০০৬ খ্রি.), সৌদি আরব (২০১৫ খ্রি.) প্রভৃতি।

• ২ ডিসেম্বর, ১৯৯০ যুক্ত জার্মানির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

• ২০০৪ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং ভোট কারচুপি হয়। এর পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের নভেম্বর থেকে ২০০৫ সালের জানুয়ারি পর্যন্ত ইউক্রেনে সংঘটিত রাজনৈতিক আন্দোলন কমলা বিপ্লব (Orange Revolution) নামে পরিচিত।

• ভুটানের প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ২৪ মার্চ এবং এতে ভুটানের জনগণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়।

• অস্ট্রেলিয়ায় প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোট দেয়া বাধ্যতামূলক।

ম্যানিফেস্টো: সাধারণত রাজনৈতিক দলগুলো নির্বাচনের পূর্বে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যেটি জনসম্মুখে প্রকাশ করে সেটিই 'ম্যানিফেস্টো' নামে পরিচিত।

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক