সরকার ব্যবস্থায় নারী

সরকার ব্যবস্থায় নারী

শ্রীমাভো বন্দের নায়েকে ১৯৬০ সালে শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেন। তিনি ছিলেন বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান।

ইসাবেল মার্টিনেজ ডি পেরেন (মেয়াদ: ১৯৭৪-৭৬ খ্রি.) আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন। তিনি ছিলেন বিশ্বের প্রথম মহি- লা প্রেসিডেন্ট।

মার্গারেট থ্যাচার ছিলেন ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। দীর্ঘ ১১ বছর (১৯৭৯-১৯৯০ খ্রি.)। তাঁকে Iron Lady (লৌহ মানবী) বলা হতো। প্রথম জীবনে তিনি রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন।

বেনজির ভূট্টো ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি ছিলেন মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান। তাঁর বিখ্যাত গ্রন্থ Daughter of Destiny: An Autobiography (1989)।

কোরাজন একিনো (মেয়াদ: ১৯৮৬ ১৯৯২ খ্রি.) ছিলেন - ফিলিপাইনের প্রেসিডেন্ট। তিনি ছিলেন এশিয়া মহাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান।

মেঘবতী সুকর্ণপুত্রী ২০০১ সালে ইন্দোনেশিয়ার পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপ্রধান।

এলেন জনসন সারলিফ (মেয়াদ: ২০০৬ ২০১৮ খ্রি.) ছিলেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট। তিনি ছিলেন আফ্রিকা মহাদেশে প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপ্রধান।

অ্যাঞ্জেলা মার্কেল (মেয়াদ: ২০০৫ ২০২১) ছিলেন জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর। তিনি মোট ৪বার চ্যান্সেলর নির্বাচিত হন।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক