আমলাতন্ত্র

আমলাতন্ত্র (Bureaucracy)

আমলাতন্ত্র যেকোন রাষ্ট্রের শাসনব্যবস্থার একটি অপরিহ- ার্য উপাদান। সাধারণত আমলাতন্ত্র বলতে প্রশাসন ব্যবস্থা ও প্রশাসনিক সংগঠনের সাথে যুক্ত স্থায়ী, বেতনভুক্ত দক্ষ ও পেশ- াদার কর্মকর্তাদের বুঝায়। রাষ্ট্রীয় প্রশাসনের স্থায়ী বা অরাজনৈ- তিক অংশই আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস (Civil Service) নাম পরিচিতি। আমলারা সরকারের নীতিসমূহ বাস্তবায়ন করে থাকে। আমলারা সরকারের স্থায়ী কর্মকর্তা যাদের মেধার ভি- ত্তিতে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রের পরিচালন ব্যবস্থাকে শক্তিশালী ভিতের উপর দাঁড় করানোর অভিপ্রায়ে প্রায় দুই হাজারের বেশি বছর আগে চীনে সর্বপ্রথম সিভিল সার্ভিস পদ্ধতি গড়ে উঠে। চীন সাম্রাজ্যে উদ্ভাসিত ওই সিভিল সার্ভিস ছিল মেধাভিত্তিক। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম 'Legal and rational Model' এর মাধ্যমে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন। ম্যাক্স ওয়েবারকে বলা হয় আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক