যুক্তরাজ্য

যুক্তরাজ্য

১৬৮৮ সালে রক্তপাতহীন গৌরবময় বিপ্লব (Glorious Revolution) এর মাধ্যমে ব্রিটেনে নিরঙ্কুশ রাজতন্ত্রের পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয় এবং তা এখনও চালু আছে। রাজা (বা রানি) হলেন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের রাজা (বা রানি) ইংল্যান্ড ছাড়াও কমনওয়েলথভুক্ত আরও ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। যথা- অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, টুভালু, সলোমান দ্বীপপুঞ্জ, বাহামা, বেলিজ, গ্রেনাডা, জ্যামাইকা, অ্যান্টিগুয়া ও বার্বুডা, সেন্ট লুসিয়া, সেন্ট কিটস এন্ড নেভিস এবং সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ। ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম বাকিংহাম প্যালেস। এটি লন্ডনে অবস্থিত।

 

রাজা বা রানি

রাজা অষ্টম এডওয়ার্ড (১৯৩৬ খ্রি.) একজন তালাকপ্রাপ্ত মার্কিন মহিলা ওয়ালিস সিম্পসনকে বিবাহ করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও জনগণ সিম্পসনকে রানি হিসাবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এজন্য ১৯৩৬ সালের ১১ ডিসেম্বর তিনি রাজসিংহাসন ত্যাগ করেন।

রানি দ্বিতীয় এলিজাবেথ (১৯৫২- ৮ সেপ্টেম্বর, ২০২২) মাত্র ২৫ বছর বয়সে পিতা রাজা ষষ্ঠ জর্জ এর মৃত্যুর পর রাজ সিংহাসনে অভিষিক্ত হন। তিনি ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত দীর্ঘতম সময়ের রাজা বা রানি। প্রিন্সেস ডায়না ছিলেন তাঁর জ্যেষ্ঠ সন্তান প্রিন্স অব ওয়েলস চার্লস এর প্রথম স্ত্রী। ১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের পন্ট ডি আলমা টানেলে ডায়না সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ।

প্রধানমন্ত্রী

রবার্ট ওয়ালপোল ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী (মেয়াদ: ১৭২১-৪২ খ্রি.) ছিলেন।

উইলিয়াম ই গ্লাডস্টোন ব্রিটেনের প্রধানমন্ত্রী (মোট ৪ বার; প্রথম মেয়াদ: ১৮৬৮ - ১৮৭৪ খ্রি.) ছিলেন। তাঁকে 'Grand Old Man' বলা হয়। তাঁর বিখ্যাত উক্তি "Justice Delayed is Justice Denied".

১০নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়

১১নং ডাউনিং স্ট্রিট ব্রিটেনের অর্থমন্ত্রীর বাসভবন।

১২নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ পার্লামেন্টের চিফ হুইপের কার্যালয়।

• Chancellor of the Exchequer যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সমতুল্য পদ।

•Downing Street লন্ডনে অবস্থিত ওয়েস্টমিনিস্টার সিটির একটি বিখ্যাত রোড।

•Whitehall (হোয়াইট হল) লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি রোড। এখানে ব্রিটিশ সরকারের অধিকাংশ প্রশাসনিক ভবন অবস্থিত।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক