ভারত

ভারত

যুক্তরাষ্ট্রীয় সংসদীয় প্রজাতন্ত্র। নয়াদিল্লিতে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম লোক কল্যাণ মার্গ (পাঞ্চাভাতি)।

রাষ্ট্রপতি

রাজেন্দ্র প্রাসাদ (মেয়াদ: ১৯৫০ ১৯৬২ খ্রি.) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি।

এ পি জে আব্দুল কালাম (মেয়াদ: ২০০২ ২০০৭ খ্রি.) ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি। কালাম তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে। পরে তিনি ঘটনাচক্রে রাজনীতিবিদে পরিণত হন। ভারতের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট উন্নয়নের কাজে তাঁর অবদানের জন্য তাঁকে 'ভারতের ক্ষেপণাস্ত্র মানব' (Missile Man of India) বলা হয়। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'Wings of Fire'।

প্রতিভা পাতিল (মেয়াদ: ২০০৭ - ১২ খ্রি.) ভারতের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি। তিনি স্বাধীনতার পর ভারতীয় প্রজাতন্ত্রের দ্বাদশ রাষ্ট্রপতি নির্বাচিত হন ।

প্রণব মুখোপাধ্যায় (মেয়াদ। ২০১২-১৭ খ্রি.) ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ছিলেন ।  তিনি ভারতের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। তিনি ভারতরত্ন পদক (২০১৯) লাভ করেন।

প্রধানমন্ত্রী

পণ্ডিত জওহরলাল নেহেরু (মেয়াদ: ১৯৪৭-১৯৬৪ খ্রি.) ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দূরদৃষ্টিসম্পন্ন পণ্ডিত নেহেরু বিশ্বাস করতেন, "দেশ ভাল হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভাল হয়"। লেখক হিসেবেও নেহেরু ছিলেন বিশিষ্ট। ইংরেজিতে লেখা তাঁর বিখ্যাত বই An Autobiography, Glimpses of World History, The Discovery of India, A Bunch of Old Letters চিরায়ত সাহিত্যের মর্যাদা লাভ করেছে। তাঁর মেয়ে ইন্দিরা গান্ধী ও দৌহিত্র রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

লাল বাহাদুর শাস্ত্রী (মেয়াদ: ১৯৬৪ ১৯৬৬ খ্রি.) ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের ক একজন অন্যতম নেতা। তাঁকে 'শান্তির মানুষ' বলা হয়।

 

ইন্দিরা গান্ধী (মেয়াদ: ১৯৬৬ ১৯৭৭, ১৯৮০ - ১৯৮৪ খ্রি.) ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি ভারতীয় প্রজাতন্ত্রের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তিনি দেহরক্ষী সাতওয়ান্ত সিং এবং বিআন্ট সিং এর গুলিতে নিহত হন। হত্যাকাণ্ডের পরেই অভ্যন্তরীণ সুরক্ষা ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে বিশেষ কমান্ডো বাহিনী National Security Guard ('ব্ল‍্যাক ক্যাট' নামেও পরিচিত) গঠন করা হয়।

 রাজিব গান্ধী (মেয়াদ: ১৯৮৪ ১৯৮৯ খ্রি.) ছিলেন ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী। ভারতের জন্য অস্ত্র ক্রয়ে সুইডেনের অস্ত্র বন নির্মাতা প্রতিষ্ঠান বোফর্স হতে ঘুষ নিয়েছিলেন বলে তার ও বিরুদ্ধে অভিযোগ রয়েছে যা Bofors Scandal (বোফর্স জন্য কেলেঙ্কারী) নামে পরিচিত। তিনি শ্রীলঙ্কায় শান্তি প্রতিষ্ঠার জন্য শ্য ভারতীয় সৈন্য প্রেরণ করেন। ১৯৯১ সালের ২১ মে LTTE এর ) আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম থানু বা গায়েত্রী। এম রাজীবগান্ধীকে হত্যার দায়ে অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডে কীয় দণ্ডিত আসামীর নাম নলিনী। রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস সভাপতি নিযুক্ত হন নরসীমা রাও ।

ড. মনমোহন সিং (মেয়াদ: ২০০৪ - ২০১৪ খ্রি.) ছিলেন। ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী। তিনি ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী। তিনি পেশায় একজন অর্থনীতিবিদ। তাঁর বিখ্যাত গ্রন্থ 'India's Export Trends and the Prospects for Self-Sustained Growth'। তাঁকে 'Economic Reforms in India' এর স্থপতি বলা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী

সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। ২১ এপ্রিল, ১৯৪৭ দিল্লিতে এক ভাষণে সর্দার বল্লভভাই প্যাটেল সরকারি কর্মচারীদের 'steel frame of India' বলে অভিহিত করেন। এই দিনটির স্মরণে ২১ এপ্রিলকে 'সিভিল সার্ভিস দিবস' হিসেবে বেছে নেওয়া হয়। তাঁর স্মৃতির উদ্দেশ্যে ভারতের গুজরাট রাজ্যের সাদু বেট আইল্যান্ডে নর্মদা নদীর পাশে বিশ্বের সবচেয়ে উচু ভাস্কর্য 'Statue of Unity' (ঐক্যের মূর্তি) স্থাপিত হয়েছে ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক