নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে একটি পরমাণুর ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যাকে A দ্বারা প্রকাশ করা হয়। কোনো পরমাণুর অন্তর্গত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলা হয় । ভর সংখ্যা A, প্রোটন সংখ্যা P এবং নিউট্রন সংখ্যা N হলে, পরমাণুর ভর সংখ্যা A = P + N । সোডিয়ামের একটি পরমাণুতে প্রোটন আছে ১১টি, নিউট্রন আছে ১২টি। সুতরাং সোডিয়ামের এই পরমাণুর ভর সংখ্যা ২৩।
গুরুত্বপূর্ণ মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যাঃ
হাইড্রোজেন - পারমাণবিক সংখ্যা ১- ভর সংখ্যা ১
হিলিয়াম- ২- ৪
কার্বন- ৬ - ১২
সোডিয়াম- ১১ -২৩
ম্যাগনেসিয়াম- ১২-২৪
সিলিকন- ১৪-২৮
ক্যালসিয়াম- ২০-৪০
আর্সেনিক- ৩৩- ৭৫
পারদ- ৮০- ২০০
ইউরেনিয়াম- ৯২- ২৩৮