যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যেমন: সিলিকন (Si), ফসফরাস (P) এবং সালফার (P)
আইসোটোন কারণ-
সিলিকনের নিউট্রন সংখ্যা= 30-14=16
ফসফরাসের নিউট্রন সংখ্যা= 31-15=16
সালফারের নিউট্রন সংখ্যা = 32 - 16 = 16।
কিন্তু এ সকল মৌলের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন ।