ধাতু

ধাতু দেখতে চকচকে। এটি তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী।

ধাতুকে আঘাত করলে টুনটুন শব্দ হয় (ব্যতিক্রম-অ্যান্টিমনি)।

ধাতু ঘাতসহ, প্রসারণশীল ও নমনীয়। ঘাতসহ (Malleability) ধর্মের কারণে ধাতুকে পিটিয়ে পাত (sheet) এ পরিণত করা যায়। তামা অধিক ঘাতসহ হওয়ায় বৈদ্যুতিক তার তৈরিতে এটি ব্যবহৃত হয়। প্লাটিনাম, সোনা, তামা প্রভৃতি ধাতু অধিক নমনীয় (Ductile) ।

সবচেয়ে হালকা লিথিয়াম (Li)। সবচেয়ে ভারী তিনটি ধাতু যথাক্রমে অসমিয়াম (Os), ইরিডিয়াম(Ir) এবং প্লাটিনাম (Pt)।

Reference: MP3 বিজ্ঞান