পারদ (Hg) সর্বাপেক্ষা নিম্ন গলনাঙ্কবিশিষ্ট ধাতু। এটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। স্বাভাবিক তাপমাত্রায় ৫টি ধাতু তরল অবস্থায় থাকতে পারে। ধাতুগুলো (গলনাঙ্ক) হলো : পারদ (- ৩৯°সে.), ফ্র্যান্সিয়াম (২৭° সে.), সিজিয়াম (২৮.৫° সে.), গ্যালিয়াম (৩০° সে.) এবং রুবিডিয়াম (৩৯° সে.)। তরল পদার্থগুলোর মধ্যে পারদ সর্বাপেক্ষা ভারী। থার্মোমিটারে পারদ বহুলভাবে ব্যবহৃত হয় কারণ অল্প তাপে পারদের আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়। ফলে তাপমাত্রা সহজে সূক্ষ্মভাবে মাপা যায়।