দুই বা ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে, সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে। যেমন: কাঁসা হলো কপার ও টিনের সংকর ধাতু।
সংকর ধাতুঃ
ব্রোজঃ ৯০% তামা + ১০% টিন
পিতলঃ তামা ৮০% + দস্তা (জিঙ্ক) - ২০%
গান মেটালঃ তামা ৮৮% + ১০% টিন + দস্তা (জিঙ্ক) - ২%
ডুরালামিনঃঅ্যালুমিনিয়ামের সাথে মেশানো হয় কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ
টাইপ মেটালঃ সীসা ৭৫% + অ্যান্টিমনি ২০% + টিন ৫%