কার্বন

কার্বনঃ

কার্বন অধাতু এবং বিজারক । কার্বনের রূপভেদ হলোঃ

ক) অদানাদার : কোক কার্বন, চারকোল, কয়লা ও কার্বন ব্ল্যাক ।

খ) দানাদার : গ্রাফাইট ও হীরক।

  • প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হীরক। হীরক কাচ কাটতে ব্যবহৃত হয়।
  • এক পরমাণু পুরুত্ববিশিষ্ট গ্রাফাইটের স্তরকে গ্রাফিন বলে । এটি কাচের ন্যায় স্বচ্ছ অথচ ইস্পাতের চেয়েও কমপক্ষে একশ গুণ শক্ত। এর বিদ্যুৎ পরিবাহিতা অত্যন্ত বেশি।
  • বিভিন্ন গ্রেডের (2B, HB ) উড পেন্সিলের ‘সীস’ হিসেবে গ্রাফাইট ব্যবহৃত হয়। এছাড়াও সোডিয়াম ধাতুর নিষ্কাশনে গ্রাফাইট অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়।
Reference: MP3 বিজ্ঞান