সালফার (S)
সালফারের দুটি রূপভেদ আছে। যথা- রম্বিক এবং মনোক্লিনিক । হাইড্রোজেন সালফাইড (H,S) বর্ণহীন, পঁচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাস। সালফিউরিক এসিড (H,SO ) : ১০০% বিশুদ্ধ সালফিউরিক এসিডকে সালফান এবং ধূমায়মান সালফিউরিক এসিডকে ওলিয়াম (H,S,O,) বলে। সালফিউরিক এসিডকে রাসায়নিক পদার্থসমূহের রাজা বলা হয় কারণ প্রায় প্রত্যেক শিল্পে কোনো না কোনো স্তরে H2SO4 এসিড ব্যবহৃত হয় ।