পলিমারকরণ বিক্রিয়াঃ
উচ্চ তাপ ও চাপের প্রভাবে একই যৌগের অসংখ্য অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ আণবি
ভরবিশিষ্ট নতুন যৌগের অণু গঠন করে। যেসব ক্ষুদ্র অণু যুক্ত হয়, তাদের প্রত্যেককে মনোমার ও
যে বৃহৎ নতুন অণু উৎপন্ন হয়, তাকে পলিমার বলে। যে বিক্রিয়ায় অসংখ্য মনোমার থেকে পলিম
উৎপন্ন হয় তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। যেমন: ইথিনের অসংখ্য অণু পলিমার চেইন বিক্রিয়ার মাধ্যমে একত্রিত হয়ে পলিথিন উৎপন্ন হয়।
প্লাস্টিকঃ বহুল ব্যবহৃত প্লাস্টিকের উদ্ভব হয় ব্রিটেনে, ১৮৪৫ সালে। আলেকজান্ডার পার্কস নামে একজন বিজ্ঞানী নাইট্রোসেলুলোজ, প্লাস্টিসাইজার ও অন্যান্য দ্রাবকের মিশ্রণে তৈরি করেন প্লাস্টিক। প্লাস্টিকের অন্যতম প্রধান উপাদান পলিভিনাইল ক্লোরাইড (PVC)। উচ্চ তাপ ও চাপের প্রভাবে ভিনাইল ক্লোরাইডের অসংখ্য পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আণবিক ভরবিশিষ্ট নয় যৌগ পলিভিনাইল ক্লোরাইড (CH2 = CHCI) গঠন করে। পিভিসি ৭০০° সে. তাপমাত্রার নিয়ে পোড়ালে হাইড্রোজেন সায়ানাইড এবং অত্যন্ত বিষাক্ত ডাই-অক্সিন গ্যাস তৈরি হয়, যা জন্মগত ত্রুটি ক্যান্সার, চর্মরোগসহ নানাবিধ রোগ করতে পারে ।