যন্ত্রের ব্যবহার

অডিওমিটার-- শব্দের তীব্রতা নির্ণায়ক

অডিও ফোন--কানে দিয়ে শোনার যন্ত্র

অ্যানিমোমিটার--বাতাসের গতিবেগ পরিমাপক

ওডোমিটার--মোটরগাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব পরিমাপক

স্পিডোমিটার-- মোটরগাড়ির দ্রুতি নির্ণায়ক

ট্যাকোমিটার--- উড়োজাহাজের গতি নির্ণায়ক

অ্যালটিমিটার-- উচ্চতা নির্ণায়ক

ফ্যাদোমিটার--- সমুদ্রের গভীরতা নির্ণয়াক

হাইগ্রোমিটার-- বায়ুতে আর্দ্রতা পরিমাপক

হাইড্রোমিটার-- তরলের আপেক্ষিক গুরুত্ব

হাইড্রোফোন-- পানির তলায় শব্দ নিরূপক

ল্যাক্টোমিটার-- দুধের বিশুদ্ধতা নির্ণায়ক

ক্যালরিমিটার-- তাপ পরিমাপক

বোলোমিটার--- বিকিরণ (মূলত অবলোহিত রশ্মি) পরিমাপক যন্ত্র।এক ধরনের থার্মোমিটার যার বৈদ্যুতিক রোধ তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়।

টেনসিওমিটার--  তরলের পৃষ্ঠটান পরিমাপক

পালস্ অক্সিমিটার--  রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপক

Reference: MP3 বিজ্ঞান