মৌলিক বর্ণ

মৌলিক বর্ণ (Primary Colour): 

সাতটি মূল বর্ণের সমন্বয়ে বর্ণালী গঠিত হয়। তবে এই সাতটি রঙের মধ্যে তিনটি রঙ আছে যাদেরকে পরিমাণ মতো মিশিয়ে অপর যে কোন রঙ তৈরি করা যেতে পারে। এদেরকে মৌলিক বর্ণ বলে । এই তিনটি রঙ হচ্ছে -লাল (Red), সবুজ (Green), ওনীল (Blue) 

Reference: MP3 বিজ্ঞান