অর্ধপরিবাহী ডায়োড

অর্ধপরিবাহী ডায়োড (Semiconductor Diode)

একটি p টাইপ অর্ধপরিবাহী ও একটি n টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জোড়া লাগিয়ে p-n জাংশন ডায়োড তৈরি করা হয় । এটি মূলত রেকটিফায়ার হিসেবে কাজ করে। রেকটিফায়ার এসি (পরিবর্তী) প্রবাহকে ডিসি (একমুখী) প্রবাহে রূপান্তর করে ।

ক) সম্মুখী ঝোঁক (Forward Bias) অবস্থায় থাকলে p-n জাংশন দিয়ে তড়িৎপ্রবাহ চলবে।

খ) বিমুখী ঝোঁক (Reverse Bias) অবস্থায় থাকলে p-1 জাংশন দিয়ে কোন তড়িৎ প্রবাহ চলে না।

Reference: MP3 বিজ্ঞান