অ্যাডাপ্টার, ট্রানজিস্টর

অ্যাডাপ্টার (Adapter)

একটি বৈদ্যুতিক সিস্টেম বা ডিভাইসের জন্য বেমানান কোন বৈশিষ্ট্যকে এডাপ্টারের সাহায্যে সিস্টেমটির জন্য গ্রহণযোগ্য বৈশিষ্ট্যে রূপান্তর করা হয়। যেমন; মোবাইলের চার্জার এক ধরনের অ্যাডাপ্টার কারণ এটি বাসা-বাড়ীর বিদ্যুৎ সরবরাহ লাইনের ২২০ ভোল্ট এসি প্রবাহ মোবাইলের জন্য গ্রহণযোগ্য নিম্ন ভোেল্টজ ডিসি প্রবাহে রূপান্তর করে।

ট্রানজিস্টর (Transistor):

ট্রানজিস্টর আবিষ্কার ইলেকট্রনিক্স জগতে বিপ্লব এনেছে। ১৯৪৮ সালে ট্রানজিস্টর প্রথম আবিষ্কৃত হয়। দুই শ্রেণীর অর্ধপরিবাহীর (p টাইপ ও n টাইপ) তিনটি দিয়ে ট্রানজিস্টর তৈরি করা হয়। এতে একটি p টাইপ কেলাসের উভয় পার্শ্বে একটি করে n টাইপ কেলাস বা n টাইপ কেলাসের উভয় দিকে একটি করে p টাইপের কেলাস স্যান্ডউইচ করে যথাক্রমে n-p-n বা p-n-p জংশন তৈরি করা হয়। এদের যথাক্রমে n-p-n ট্রানজিস্টর বা p-n-p ট্রানজিস্টর বলা যায় । এরকমভাবে সজ্জিত কেলাসের প্রথমটিকে নিঃসারক (Emiter), মাঝেরটিকে পীঠ বা ভিত্তি (Base) এবং অন্য পাশেরটিকে সংগ্রাহক (Collector) বলা হয় ।

ট্রানজিস্টর ইলেকট্রনিক সার্কিট বা বর্তনীতে বিবর্ধক (Amplifier) ও সুইচ হিসেবে ব্যবহৃত হয়। ট্রানজিস্টর বিভিন্ন ধরনের হয়ে থাকে। যথা- BJT (Bipolar junction transistor), FET (Field-effect transistor) প্রভৃতি। FET কে unipolar transistor ও বলা হয়।

Reference: MP3 বিজ্ঞান