ধ্বনি পরিবর্তন

প্র. ধ্বনি পরিবর্তন কী?

উ. ভাষা বহমান নদীর মতো। এই বহমানতা রক্ষিত হয় মৌখিকভাবে ধ্বনি পরিবর্তন এবং লেখার ক্ষেত্রে বিবর্তিত শব্দের মাধ্যমে। কোনো ভাষার শব্দ বহুজনে ব্যবহৃত হতে হতে কখনো সেই শব্দের ধ্বনিসমূহের নির্দিষ্ট ক্রমরক্ষা হয় না অথবা এর কোনো কোনো ধ্বনি লোপ পায় বা এতে নতুন ধ্বনির আগমন ঘটে কিন্তু পরিবর্তিত ধ্বনিটি দ্বারা পূর্বের অর্থটিই বোঝায়। শব্দের ধ্বনিসমূহের এরূপ পরিবর্তনকে ধ্বনি পরিবর্তন বলে। যেমন- পর্তুগিজ 'আনানস' বাংলায় 'আনারস' একটি ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন।  

প্র. ধ্বনি পরিবর্তনের কারণসমূহ কী কী?

  • উচ্চারণের দ্রুততা,  
  • উচ্চারণের সহজতা, 
  • উচ্চারণের সময় অসাবধানতা ও 
  • মুখগহ্বরের প্রত্যঙ্গ-আড়ষ্টতা বা হীনতা।
Reference: