খাঁটি বাংলা ভাষায় মূর্ধন্য-ষ এর ব্যবহার নেই। বিদেশি ও তদ্ভব শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহার পাওয়া যায় না। কেবল তৎসম শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহার পাওয়া যায়। এগুলোকে অবিকৃত রাখার প্রয়োজনে ষ-ত্ব বিধান প্রয়োগ করা হয়।
প্র. ষ-ত্ব বিধান কাকে বলে?
উ. তৎসম শব্দের বানানে ‘ষ’ এর সঠিক ব্যবহারের নিয়মই ষ-ত্ব বিধান।