নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা
করা হয়েছে তাকে দ্রাঘিমারেখা বলে ।
মূল মধ্যরেখাঃ যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে অবস্থিত গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে, তাকে মূল মধ্যরেখা বলে । মূল মধ্যরেখার দ্রাঘিমা ০° |
দ্রাঘিমাঃ গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে যে কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বলা হয় ।
দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতিঃ ভূপৃষ্ঠের কোনো স্থানের দ্রাঘিমা দুই ভাবে নির্ণয় করা যায়:
১) স্থানীয় সময়ের পার্থক্য ২) গ্রিনিচের সময়ের মাধ্যমে।
যে স্থানটির অক্ষাংশ ও দ্রাঘিমা উভয়ই ০°ঃ
যেখানে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে সেখানে অক্ষাংশ ও দ্রাঘিম উভয়ই ০°। এ স্থানটি গিনি উপসাগরে অবস্থিত।