The Renaissance(1500-1660)

  • Actually European Renaissance began in 14th Century in Italy.
  • তবে অনেকে ১৪৫৩ সালে রেনেসাঁ শুরু হয়েছিল বলে মনে করেন।

Renaissance means- Revival/ Regeneration / Rebirth, re-awakening (পুনর্জন্ম) of classical (ancient Greek ) learning, culture and free thinking.

Renaissance is an Italian word (মতান্তরে french). It is considered the bridge between the Middle ages and the Modern history.

  • রেনেসাঁ চতুর্দশ শতকে প্রথমে Florance শহরে এবং পরে Venice ও Rome শহরে ছড়িয়ে পড়ে।তবে, England এ রেনেসাঁ শুরু হয় ১৫০০ সালে।

Renaissance এর যুগকে Re-discovery of Ancient Civilization of Greece and Florence, birthplace of Renaissance Rome বলা হয়।

Renaissance কে Early Modern Period-ও বলা হয়। কারণ, আধুনিকতা ও রোমান্টিসিজমের সূচনা এ যুগ থেকেই শুরু হয়। It started as a Cultural Movement in Italy.

  • 1500-1558 সাল পর্যন্ত সময়কে England এর Renaissance র প্রস্তুতি এর যুগ বলা হয়।
  •  রেনাসাঁ যুগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যঃ Humanism, Free Thinking, Nationalism, Individualism ইত্যাদি।
Reference: A hand book on English literature