মাল্টিমিডিয়া সফটওয়্যার
- মাল্টিমিডিয়া হচ্ছে টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, এনিমেশন এর সমন্বয়ে তৈরি বহুমাত্রিক মিডিয়া যা ইন্টারেক্টিভভাবে ব্যবহারকারীর কাছে মনের ভাব বা তথ্য প্রকাশ করে।
- তথ্য ও প্রযুক্তি জগতে মাল্টিমিডিয়া বলতে আসলে বোঝায় যে কম্পিউটারের তথ্যকে অডিও, গ্রাফিক্স, ছবি, ভিডিও ও ও এনিমেশন এবং এর সাথে লেখাও যুক্ত করে প্রকাশ করা।
- সফটওয়্যার বা ওয়েব পেজকে আমরা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলি।
- টেলিভিশন, ভিডিও বা সিনেমাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি। আবার ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার, সিডি-রম ইত্যাদিকেও আমরা মাল্টিমিডিয়া বলতে পারি।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি