কম্পিউটারের ইতিহাস

অ্যাবাকাস

  • পৃথিবীর প্রথম গণনা যন্ত্র অ্যাবাকাস।
  • খ্রিস্টপূর্ব ২৫০০/৩০০০ অব্দে ব্যাবিলনে অ্যাবাকাস আবিষ্কার করা হয় বলে ধারণা করা হয়। অ্যাবাকাস দিয়ে সাধারণ যোগ, বিয়োগ, গুণএবং ভাগ ছাড়াও বর্গ এবং বর্গমূল নিরূপণ করা যেত।

নেপিয়ারের অস্থি

  • স্কট্ল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার ১৬১৪ সালে বিভিন্ন রড বা দন্ড ব্যবহার করে লগারিদম ভিত্তিক হিসাব কাজের জন্য লগারিদম এর উদ্ভাবন করেন। তিনি যে সংখ্যাচিহ্ন দণ্ড গুলো ব্যবহার করেছিলেন সেগুলো নেপিয়ার অস্থি বা দন্ড নামে পরিচিত।

স্নাইড রুল

  • নেপিয়ারের লগারিদমের সারণী ব্যবহার করে উইলিয়াম অটরেড ১৬৩০ সালে প্রথম বৃত্তাকার স্লাইড রল আবিষ্কার করেন।

প্যাস্কালেন

  • ফরাসি বিজ্ঞানী ব্রেইজ প্যাসকেল ১৬৪২ সালে একটি গণনা যন্ত্র তৈরি করেন। তিনি এ যন্ত্রে গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি আবিষ্কার করে নতুন যুগের সূচনা করেন।

 ক্যালকুলেটর 

  • জার্মান গণিতবিদ গট ফ্রাইড ভন লিবনিজ ১৬৭১ সালে সিলিন্ডার আকৃতি বিশিষ্ট গিয়ার ব্যবহার করে একটি যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। এটি বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর।

IC (Integrated Circuit) ভিত্তিক কম্পিউটার

  • ১৯৬৮ সালে বারোস কোম্পানি B2500 এবং B3500 নামে ইন্টিগ্রেটেড সার্কিট ভিত্তিক কম্পিউটার প্রথম তৈরি করে।
  • IC চিপ ভিত্তিক প্রথম ডিজিটাল কম্পিউটার IBM System 360

মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার

  • ১৯৭৫ সালে হেনরি এডওয়ার্ড রবার্ট কর্তৃক প্রথম মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার Altair-8800 নির্মিত হয়।
  • হেনরি এডওয়ার্ড রবার্টকে মাইক্রোকম্পিউটারের জনক বলা হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি