এনালগ কম্পিউটার

এনালগ (Analog) কম্পিউটার

  • যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ করে তাকে অ্যানালগ কম্পিউটার বলে।
  • এনালগ অর্থ সদৃশ। এটি কাজ করে এনালগ সংকেতের মাধ্যমে।
  • পরিমাপের ভিত্তিতে কাজ করে।
  • আউটপুট প্রদর্শন করে কাঁটা বা প্লটারের মাধ্যমে।

উদাহরণ: মোটরগাড়ির স্পীডোমিটার, স্লাইড রুল, অপারেশনাল অ্যামপ্লিফায়ার।

Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি