IPOS Cycle

IPOS Cycle

  • IPOS Cycle বলতে এমন একটি প্রক্রিয়া বুঝায় যার মাধ্যমে ব্যবহরকারী কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে থাকে এবং প্রয়োজনে তা সংরক্ষণ করতে পারে।
  • প্রকৃতপক্ষে IPOS Cycle বলতে একটি কম্পিউটারের কাজের পর্যায়ক্রমিক ধাপকে বুঝানো হয়।
  • IPOS Cycle 4টি উপাদান দ্বারা গঠিত। যথা: Input, Processing, Output & Storage.
  • Input, Processing & Output কে নিয়ে গঠিত Cycle কে IPO Cycle বা Data Processing Cycle বলা হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি