১ ও ২ এর পরিপূরক গঠন
- ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্ন বিট ছাড়া বাকি অংশটি সংখ্যার মান জ্ঞাপন করে। তবে ধনাত্মক সংখ্যার মান আপনার জন্য নিম্নের তিনটি গঠন আছে-
১। প্রকৃত মান গঠন (Sign magnitude form)
২। ১ এর পরিপূরক গঠন (1's complement form)
৩। ২ এর পরিপূরক গঠন (2's complement form)
১ এর পরিপূরক গঠন (1's complement form)
- বাইনারি সংখ্যার ০ এর স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে অর্থাৎ সংখ্যার বিটগুলোকে উল্টিয়ে সংখ্যাটির ১ এর পরিপূরক গঠন পাওয়া যায়।
- 100 এর I's complement হবে 011
২ এর পরিপূরক গঠন (2's complement form)
- 1 এর পরিপুরক এর সাথে 1 যোগ করলে বাইনারি সংখ্যার 2 এর পরিপূরক পাওয়া যায়।
- 10101111 এর 2's complement:
1 0 1 0 1 1 1 1 0 1 0 1 0 0 0 0 + 1 |
0 1 0 1 0 0 0 1 |