কম্পিউটার কোডিং
কম্পিউটার কোডিং
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ, ০ বা ১ এর রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে।
- কম্পিউটারকে প্রদত্ত ডাটা বা নির্দেশনা প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় বাইনারী ফরম্যাটে রূপান্তরের পদ্ধতিকে এনকোডিং বলে।
- ডেটা প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফলকে মানুষের বোধগম্য করার জন্য আউটপুটকে সংখ্যা, বর্ণ বা বিশেষ চিহ্নে রূপান্তরের প্রক্রিয়াকে ডিকোডিং বলে।
- কম্পিউটারে কাজের জন্য বহুল ব্যবহৃত কোডগুলো হলো: BCD, EBCDIC, ASCII, Unicode ইত্যাদি।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি