ASCII Code
এসকি কোড (ASCII Code)
- ASCII এর পূর্ণরূপ American Standard Code for Information Interchange.
- আবিষ্কারক: উইলিয়াম রবার্ট বিমার (১৯৬৫ সালে)।
- ASCII হলো ৭ বিটের আলফানিউমেরিক কোড যার বাম দিকের তিনটি বিটকে জোন এবং ডান দিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয়।
- ASCII-7 কোড দ্বারা ২^৭ অর্থাৎ ১২৮টি অদ্বিতীয় অঙ্ক, অক্ষর এবং চিহ্ন প্রকাশ করা যায়।
- বাইনারি ডেটা বা কোডকে একস্থান হতে অন্য স্থানে বা ডিভাইসে সঠিকভাবে প্রেরণের জন্য এর সাথে যে অতিরিক্ত বিট যুক্ত করা হয় তাকে প্যারিটি বিট বলে।
- ASCII-7 কোডের বামে একটি প্যারিটি বিট যোগ করে ASCII-8 বিট কোডে রূপান্তর করা যায়।
- ASCII-8 কোডের মাধ্যমে ২^৮ বা ২৫৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
- কয়েকটি গুরুত্বপূর্ণ ASCII কোড:
চরিত্র | ASCII কোড | চরিত্র | ASCII কোড |
A | 65 | a | 97 |
B | 66 | b | 98 |
C | 67 | c | 99 |
Z | 90 | z | 122 |
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি