মাউস,স্ক্যানার

মাউস 

✓ মাউস হলো হাত দিয়ে নিয়ন্ত্রিত একটি পয়েন্টিং ডিভাইস। 

✓ ১৯৬৩ সালে ডগলাস এঞ্জেলবার্ট মাউস আবিষ্কার করেন। 

✓ ১৯৮৪ সালে মেকিন্টোস কম্পিউটারে সর্বপ্রথম মাউস ব্যবহৃত হয়। 

✓ মাউস সমতলে নাড়ালে মনিটরের পর্দায় একটি তাঁর বা হাতের মতো চিহ্ন নড়াচড়া করতে দেখা যায়। একে কার্সর বলে। 

✓ মাউস এর ব্যবহার: পয়েন্টিং, ক্লিক, ড্রাগ এন্ড ড্রপ, সিলেক্ট, Scroll through Documents.

স্ক্যানার 

✓ স্ক্যানার অনেকটা ফটোকপি মেশিনের মতো। এর মাধ্যমে যেকোনো লেখা, ছবি, ড্রয়িং অবজেক্ট ইত্যাদি স্ক্যান করে কম্পিউটারে ডিজিটাল ইমেজ হিসেবে কনভার্ট করা যায়।

Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি