OMR,OCR,MICR
OMR
- OMR এর পূর্ণরূপ- Optical Mark Recognition.
- আলোক সংবেদনশীল স্কানোর যন্ত্র, যা কলম বা পেনসিল দিয়ে বিশেষ কাগজে দাগাঙ্কিত কোনো পূর্বে নির্ধারিত চিহ্নকে (যেমন গোলাকার বা বর্গাকার) রিড করে সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা নির্ধারিত তথ্য কম্পিউটারে প্রেরণ করে।
- সাধারণত নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র, পণ্যের বাজার জরিপ, জনমত জরিপ, অপরিচিতিমূলক তথ্যাবলি ইত্যাদি ক্ষেত্রে OMR ব্যবহৃত হয়।
- সর্বপ্রথম ১৯৯৪ সালে বাংলাদেশের পরীক্ষার প্রশ্নপত্রের ডাটা ইনপুট দিতে OMR টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
OCR
- OCR এর পূর্ণরূপ- Optical Character Recognition.
- OCR বিভিন্ন দাগ ও বর্ণের পার্থক্য বুঝতে পারে।
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নিতে OCR ব্যবহার করা হয়।
- OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে। অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে। ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।
- ইনস্যুরেন্স, প্রিমিয়াম নোটিশ, চিঠির পিনকোড, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।
MICR
- MICR এর পূর্ণরূপ- Magnetic Ink Character Recognition.
- MICR এর মাধ্যমে কোন বর্ণ পড়া হচ্ছে তা বুঝা যায়।
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালির সাহায্যে MICR লেখা হয়।
- বাংলাদেশের সকল তফসিলি ব্যাংকে MICR যুক্ত চেক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি