বারকোড রিডার, সেন্সর, ওয়েবক্যাম

বারকোড রিডার

  • বারকোড রিডার একটি অপটিক্যাল ইনপুট ডিভাইস।
  • একটি বারকোড রিডার থেকে নির্গত হয়- লাইট।
  • একটি কম্পিউটার বারকোড রিডারের সাহায্যে নির্দিষ্ট কোডটি পড়ে তা শনাক্ত করতে পারে।
  • বারকোড রিডারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- সুপার মার্কেটে।

সেন্সর

  • সেন্সর হলো এমন এক ধরনের ডিভাইস যা কোনো সংকেতকে চিহ্নিত বা সনাক্ত করতে থাকে। এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন: লাইট সেন্সর, সাউন্ড সেন্সর, হিট সেন্সর, বায়োমেট্রিক, টাইম ক্লক সেন্সর ইত্যাদি।

ওয়েবক্যাম

  • ওয়েবক্যাম হলো একটি ভিডিও ক্যামেরা যা কম্পিউটার থেকে কম্পিউটারে রিয়েল টাইম ইমেজ বা ভিডিও আদান প্রদান করে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি