অভ্র ও বিজয় কী বোর্ড

অভ্র কী-বোর্ড

✓ প্রতিষ্ঠাতা: ডাঃ মোঃ মেহেদী হাসান খান (২০০৩ সাল)।

✓ এতে ফোনেটিক (ইংরেজি উচ্চারণ করে বাংলা লেখ্য) পদ্ধতিতে বাংলা লেখা যায়।

✓ বাংলা লেখার বিনামূল্যের সফটওয়্যার।

✓ F12 ফাংশন কী প্রেসের মাধ্যমে পর্যায়ক্রমে বাংলা ও ইংরেজি লে-আউটে যাওয়া যায়।

বিজয় কী-বোর্ড

✓ স্বত্বাধিকারী: মোস্তফা জব্বার।

✓ বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত বাংলা কী বোর্ড।

✓ কী-বোর্ডে Alt+Ctrl+B কী চেপে ইংরেজি লে-আউট থেকে বাংলা লে-আউট যাওয়া যায়।

Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি