মনিটর

মনিটর

✓ টেলিভিশনের মতো দেখতে কম্পিউটার সদৃশ অংশকে মনিটর বলা হয়। মনিটরের কাজ হলো ছবি দেখানো ও লেখা।

✓ মনিটরকে VDU (Visual Display Unit) ও বলা হয়।

✓ চোখের উপর চাপ কমাতে মনিটর রাখা উচিত ২-৩ ফুট দূরত্বে।

মনিটরের প্রকারভেদ

✓ প্রযুক্তির উপর ভিত্তি করে মনিটরকে দুইভাগে ভাগ করা হয়:

  • CRT মনিটর
  • ফ্ল্যাট প্যানেল মনিটর
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি