প্রিন্টার
প্রিন্টার (Printer)
- যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারে প্রাপ্ত ফলাফল কাগজে ছাপানো যায় তাকে প্রিন্টার বলে।
- প্রিন্টার একটি অফলাইন ডিভাইস।
- প্রিন্টারের মান কী রকম হবে তা নির্ভর করে প্রিন্টারের রেজুলেশনের উপর। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক ডিপিআই (DPI)। DPI এর পূর্ণরূপ Dots Per Inch [Pubali bank (JO)-19]
- Dot Pitch মিলিমিটার এককে প্রকাশ করা হয়।
প্রিন্টারের প্রকারভেদ
- কার্যপ্রণালী অনুসারে প্রিন্টার ২ প্রকার। যথা:
- (ক) ইমপেক্ট প্রিন্টার এবং
- (খ) নন-ইমপেক্ট প্রিন্টার
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি