প্লটার, প্রজেক্টর
প্লটার
- প্লটার এক ধরনের প্রিন্টার। প্লটার দুই ধরনের। যথা: ফ্লাট বেড প্লটার এবং ড্রাম প্লটার।
- প্লটারে প্রিন্ট করা হয় পেন এর সাহায্যে।
- স্থপতি, প্রকৌশলী এবং অন্য যেকোনো ধরনের নক্সাবিদ এবং যারা মানচিত্র তৈরি করেন তাদের সূক্ষাতিসূক্ষ্ম রেখার সুস্পষ্ট এবং সঠিক ব্যবহারের জন্য প্লটারে প্রিন্ট নেওয়ার প্রয়োজন হয়।
- Plotter produces the best graphics reproduction
প্রজেক্টর
- প্রজেক্টর একটি ইলেকট্রো-অপটিক্যাল যন্ত্র যার মাধ্যমে কম্পিউটারের কোন তথ্য, ছবি, ভিডিও বড় স্ক্রিনে উপস্থাপন করা যায়।
- বিভিন্ন সভা সেমিনার, ওয়ার্কশপ, ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার লক্ষ্য করা যায়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি