স্পিকার, হেডফোন

স্পিকার

  • স্পিকার কম্পিউটারের একটি আউটপুট যন্ত্র।
  • কম্পিউটারে শব্দ শোনার জন্য স্পিকার ব্যবহৃত হয়। অনেক কম্পিউটারে বিল্টইন স্পিকার থাকে।

হেডফোন

  • হেডফোন হলো কানের কাছে স্থাপিত একজোড়া ট্রান্সডুসার যা কোনো মিডিয়াপ্লেয়ার বা রিসিভার থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে সেই বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য শব্দতরঙ্গে রূপান্তর করে।
  • হেডফোন সাধারণত একাকী শব্দ শোনার জন্য ব্যবহৃত হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি