মডেম

মডেম

✓ কম্পিউটারকে ইন্টারনেটে সংযোগ করার জন্যে অথবা কম্পিউটার ও টেলিফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপন করার জন্যে যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে Modem বলে। Modem শব্দটি Modulator (Mo) Demodulator (Dem) নিয়ে গঠিত।

✓ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করাকে Modulation এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে তাকে Demodulation বলে।

✓ মডেম টেলিফোন লাইন, Co-axial ক্যাবল, ফাইবার অপটিক ক্যাবল ইত্যাদির মাধ্যমে ডেটা আদান-প্রদান করতে পারে।

Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি