মেমোরি

মেমোরি

  • ডাটা সংরক্ষণের জন্য স্মৃতিধারণ ক্ষমতাকে মেমোরি বলা হয়।
  • কম্পিউটার মেমোরিতে ডাটা সংরক্ষণের জন্য নির্দিষ্ট স্থানকে মেমোরি এড্রেস বলা হয়।
  • কম্পিউটার মেমোরি হতে সংরক্ষিত ডাটা উত্তোলন পদ্ধতিকে বলা হয়- Read
  • মেমোরির একটি নির্দিষ্ট সেলে নতুন শব্দ সংরক্ষণ করাকে Write বলে।
  • কম্পিউটারের মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে। প্রোগ্রাম হতে কপি করা ডাটা থাকে Clipboard এ।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি