বিট ও বাইট
বিট (Bit)
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক (শূন্য) এবং। (এক) দুইটির প্রত্যেকটিকে এক একটি বিট বলে।
- বিট হলো তথা স্টোরেজের ক্ষুদ্রতম এবং মৌলিক একক।
- ইংরেজি Binary শব্দের 'Bi' এবং Digit শব্দের '।' নিয়ে Bit শব্দটি গঠিত হয়।
- উদাহরণ: ১০১১ সংখ্যাটির ৪টি বিট আছে।
বাইট (Byte)
- Each bit represents a signal.
- Each byte represents character.
- ১ বাইট = ৮বিট। ১ বাইটের ভাটাকে অক্টেট বলা হয়।
- ১ ওয়ার্ড ২ বাইট (১৬. বিট)।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি