কম্পিউটার বাস
✓ কম্পিউটারে তথ্য পরিবহনের অথবা ডিজিটাল সংকেত (১ বা ০) চলাচল করার জন্য ব্যবহৃত পরিবাহী পথকেই কম্পিউটার বাস বলে।
✓ বাসের গতি মাপা হয় মেগাহার্টজ এককে।
✓ বাসের ভিতর দিয়ে একই সময়ে প্রতি সেকেন্ডে চলাচলকারী বিট সংখ্যাকে বলে Bus width বা বাসের প্রশস্ততা।