এক্সপানশন বাস

এক্সপানশন বাস 

  • যে বাসের সাহায্যে সিপিইউ, কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরাল ডিভাইসের সাথে যোগাযোগ করে তাকে এক্সপানসন বাস বলে।

কিছু উল্লেখযোগ্য এক্সপানশন বাস:

VESA:

  • VESA-এর পূর্ণরূপ- Video Electronic Standard Architecture
  • ৩২ বিট CPU গতিতে কাজ করে।
  • গ্রাফিক্সের কাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।

PCI:

  • PCI-এর পূর্ণরূপ- Peripheral Component Interconnect
  • বাইরের কিছু বোর্ডকে CPU-এর সাথে সরাসরি সংযুক্ত করার জন্য লোকাল বাস ব্যবহৃত হয়।

USB:

  • USB-এর পূর্ণরূপ- Universal Serial Bus
  • USB বাসের ভিত্তিতে এখন কীবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, হার্ডডিস্ক, সিডি ড্রাইভ তৈরি হচ্ছে।

AGP:

  • AGP-এর পূর্ণরূপ- Accelerated Graphics Port
  • উন্নতমানের গ্রাফিক্স, ভিডিও গেম ইত্যাদি প্রদর্শনের জন্য এ ধরনের বাস ব্যবহার হয়।

FIREWARE:

  • সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার বাস।

SCSI:

  • SCSI-এর পূর্ণরূপ- Small Computer System Interface
  • SCSI is used to connect monitor to CPU.
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি