কম্পাইলার

কম্পাইলার (Compiler)

  • কম্পাইলার উচ্চতর ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে।
  • উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে একবারে অনুবাদ করে।
  • এক ভাষার কম্পাইলার দিয়ে অন্য ভাষার অনুবাদের কাজ করা যায় না। যেমন- যে কম্পাইলার COBOL যান্ত্রিক ভাষায় অনুবাদ করতে পারে সেটা কিন্তু BASIC কে যান্ত্রিক ভাষায় অনুবাদ করতে পারে না।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি